ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
শিবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় কলেজছাত্র নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগরে ট্রাক্টরের ধাক্কায় হাবিবুল্লাহ নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুল্লাহ একই ইউনিয়নের বহরমপুর গ্রামের মৃত ইউসুফ আলির ছেলে ও নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

নিহতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হাবিবুল্লাহ ও তার চাচাতো ভাই মোটরসাইকেলে করে বালিয়াডাঙা যাচ্ছিল।

পথে ধাইনগরে পেছন থেকে একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে  রাস্তার ওপর পড়লে ঘটনাস্থলেই হাবিবুল্লাহ মারা যায়।

এসময় স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।