ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৬ ইটভাটাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
বরিশালে ৬ ইটভাটাকে জরিমানা

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ছয়টি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) উপজেলার কলসকাঠী ইউনিয়নের দিয়াতলীতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযানে মো. মাসুম হাওলাদারের মেসার্স রাজা ব্রিকস-১ কে ২০ হাজার টাকা, মো. হাসান ইমামের মেসার্স রাজা ব্রিকসকে ২০ হাজার টাকা, মো. ইউসুফ আলীর মেসার্স গঙ্গা ব্রিকসকে ২০ হাজার টাকা, আবুল কাসেমের মেসার্স রূপসা ব্রিকসকে ৩০ হাজার টাকা, শম্ভু পালের মেসার্স এস বাটা ব্রিকসকে ৩০ হাজার টাকা ও জুয়েল হাওলাদার মেসার্স এইচ বাটা ব্রিকসকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় ৪নং ধারায় ছয়টি ইটভাটাকে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.এইচ.এম রাসেদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।