ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রামগতির মেঘনা থেকে হরিণ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
রামগতির মেঘনা থেকে হরিণ উদ্ধার রামগতির মেঘনা থেকে হরিণ উদ্ধার-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর চর গজারিয়া এলাকায় ভেসে আসা একটি হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামালের কাছে উদ্ধারকৃত হরিণটি হস্তান্তর করে চর গজারিয়া পুলিশ।

এর আগে দুপুরে হরিণটিকে নদীর কূলে ভাসতে দেখে স্থানীয়ারা উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

স্থানীয় চর আবদুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন হরিণ উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ বাংলানিউজকে বলেন, নোয়াখালী হাতিয়ার নিঝুপ দ্বীপ থেকে হরিণটি ভেসে এলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশের কাছে দেয়। বিকেলে পুলিশ ইউএনও’র কাছে হরিণটি হস্তান্তর করে।

ইউএনও এসএম শফি কামাল বাংলানিউজকে বলেন, অসুস্থ অবস্থায় উদ্ধারকৃত হরিণটির চিকিৎসা চলছে। এ ব্যাপারে নোয়াখালী বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সুস্থ হলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।