ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজলোর শিয়ালকোলে চাল কলের বয়লার বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় একজন, দুপুর ২টায় একজন ও বিকেল চারটায় অপরজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন-শিয়ালকোল গ্রামের ছবের আলী (৫০), তার স্ত্রী জাহানারা খাতুন (৪৫) ও মৃত সাইদের স্ত্রী সাকেরা বেওয়া (৪৮)।

এর আগে বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শিয়ালকোল বাজার এলাকায় শামীম তালুকদারের চাতালে এ দুর্ঘটনা ঘটে।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ বাংলানিউজকে জানান, বুধবার সন্ধ্যায় চাতালে কাজ করছিলেন চার/পাঁচজন শ্রমকি। এ সময় হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হয়। এতে ওই তিন শ্রমিক দগ্ধ ও আরও দুই শ্রমিক আহত হন।

দগ্ধদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকাল থেকে বিকেলের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাতাল মালিক শামীম তালুকদার জানান, নিহতদের মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জে আনা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।