ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় হত্যাচেষ্টা মামলায় ৯ আসামির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
চুয়াডাঙ্গায় হত্যাচেষ্টা মামলায় ৯ আসামির কারাদণ্ড

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নুরুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় নয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোদিন্দহুদা গ্রামের মন্টু, জাহিদ, ছোটবুড়ো, জনুর, খাজা, ওয়াজউদ্দিন, কুদ্দুস, মাসুম ও মহিদুল ইসলাম।

জানা যায়, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে দামুড়হুদা উপজেলায় জামি সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুল হককে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়।

এরপর দিন মডেল থানায় নুরুল হক বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

এদের মধ্যে-মন্টুর পাঁচ বছর, জাহিদ ও ছোটবুড়োর তিন বছর ও অন্যদের এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।