ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
গোবিন্দগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাজারপাড়া এলাকায় ট্রলির নিচে চাপা পড়ে চালক তাজুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সাপমারা গ্রামের হাফিজার রহমানের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে জানান, বিকেলে ট্রলিতে করে মাটি নিয়ে বাজারপাড়া যাচ্ছিলেন তাজুল। পথে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে ওঠার সময় হঠাৎ ট্রলিটি রাস্তার পাশে উল্টে যায়।

এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।