ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
সলঙ্গায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গার একটি আবাসিক হোটেল থেকে ইকবাল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার পর হাটিকুমরুল গোলচত্বর এলাকার সেভেন স্টার আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইকবাল হোসেন সিরাজগঞ্জ শহরের শহীদগঞ্জ পূর্বপাড়া মহল্লার সোনা উল্লার ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বাংলানিউজকে জানান, সোমবার (১৬ জানুয়ারি) রাতে ইকবাল হোসেন সেভেন স্টার আবাসিক হোটেলের ১৪ নাম্বার রুম ভাড়া নেন। রাতে ম্যানেজারকে দিয়ে ওষুধ আনিয়ে তা খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন।

বিকেল পর্যন্ত তার রুম থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে রুমে ঢোকেন হোটেল কর্তৃপক্ষ। পরে তাকে মৃত অবস্থায় দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।