ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
গাইবান্ধায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নুরু মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বলমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নুরু মিয়া ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বাংলানিউজকে জানান, সোমবার দিনগত রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে বের হয়। এ সময় প্রতিবেশী নুরু মিয়া কিশোরীটিকে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করে।

পরে দীর্ঘ সময় কিশোরীটি ঘরে না ফেরায় তার মা তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে নুরু মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।