ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পিস্তল-ইয়াবাসহ ডিপজল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
দিনাজপুরে পিস্তল-ইয়াবাসহ ডিপজল আটক

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার রাণীগঞ্জ এলাকায় দেশি তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি ও ১০ পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম ডিপজল (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ডিপজল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খয়েরপুর গ্রামের বাসিন্দা।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অস্ত্র ও ইয়াবাসহ এক ব্যক্তি দিনাজপুর শহরের দিকে আসছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাণীগঞ্জ মোড় থেকে তাকে আটক করা হয়।

এসময় তার শরীর তল্লাশি করে অস্ত্র ও ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।