ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘নাগরিককে তথ্য সরবরাহ করতে সবাই বাধ্য’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
‘নাগরিককে তথ্য সরবরাহ করতে সবাই বাধ্য’ তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিতকরণ সভা/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: সব নাগরিককে তথ্য সরবরাহ করতে সবাই বাধ্য বলে মন্তব্য করেছেন তথ্য কমিশনের সচিব মো. রফিকুজ্জামান।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ের উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভায় এ কথা বলেন তিনি।

রফিকুজ্জামান বলেন, নাগরিকদের সঠিক তথ্য দেওয়া না হলে পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

পাশাপাশি ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশেরও সুযোগ রয়েছে।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ শংকর কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহছান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এমএএএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।