মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রাকাব পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল হান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হকসহ অন্যান্য পরিচালকরা।
সভার শুরুতে কাজী ছানাউল হক রাকাব’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ ও পর্ষদের সভায় প্রথম যোগদান করায় পর্ষদের পক্ষ থেকে তাকে ফুল শুভেচ্ছা জানানো হয়।
সভায় পর্ষদ সদস্যরা ব্যাংকের বিভিন্ন বিষয়ের ওপর বিশদ আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভা শেষে পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বদলি হওয়ায় পর্ষদের পক্ষ থেকে তাকে ক্রেস্ট দেওয়ার মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসএস/ওএইচ/এমজেএফ