মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শিক্ষার্থীদের পরিবহনকারী বাসটি নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের জানালার কাচ ভেঙে চার ছাত্র আহত হন।
স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ভূলতা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে সুভদ্র নামে এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নেওয়া হয়েছে।
এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি রূপগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জবি উপাচার্য ড. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আমি এ বিষয়ে অবগত আছি। আহত ওই ছাত্র ঢামেকে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
ডিআর/আরআইএস/এমজেএফ