মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার সুঠিয়াকাঠি ইউনিয়নের বালিহাড়ী গ্রাম থেকে আটক করা হয়। আটক মিঠুন শেখ বালিহাড়ী গ্রামের মো. আবুল কালাম শেখের ছেলে।
ডিবির পরিদর্শক মো.শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মাদক কেনা বেচা হচ্ছে এমন খবরের ভিত্তিতে উপজেলার সুঠিয়াকাঠি ইউনিয়নের বালিহাড়ী গ্রামে অভিযান চালিয়ে মিঠুন শেখকে আটক করা হয়। এ সময় মিঠুনের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে এক কেজি গাঁজা পাওয়া যায়। মিঠুনকে নেছারাবাদ থানায় হস্তান্তর করে মামলা করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরএ