মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তুরাগের পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান কুড়িগ্রামের কচাকাটা উপজেলার কালারচর গ্রামের সবুর আলির ছেলে।
আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে বাংলাদেশ মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
নিহত হাফিজুরের চাচা ছোলেমান মিয়া বাংলানিউজকে জানান, হাফিজুর ওই ভবনে রড মিস্ত্রির কাজ করতো এবং সেখানেই থাকতো। মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদে কাজ করার সময় সে অসাবধানতাবশত নিচে পড়ে যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এজেডএস/এমএ/এসএনএস