খুলনা: খুলনার রূপসা উপজেলায় প্রফুল্ল বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পিঠাভোগ গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার রাত ১২টার দিকে পিঠাভোগ গ্রামের পালপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে কীর্তন গান গেয়ে বাড়ি ফিরে তিনি ঘুমিয়ে পড়েন প্রফুল্ল।
সারারাত তিনি বাড়িতে একা ছিলেন। রাতে ঘরে ঢোকার পর তিনি আর বের হননি। পরদিন ওই বাড়িতে কারও কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা মঙ্গলবার সন্ধ্যায় বাড়িটিতে যান। এসময় তারা জানালা দিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এমআরএম/এমএ/এসএনএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।