নগরীর রিকাবিবাজার পয়েন্ট সংলগ্ন স্থানে নতুনভাবে এই প্রোডাকশন টিউবওয়েল নির্মাণকালে মাটির নিচে বৃহৎ একটি পানির স্তর পাওয়া গেছে।
২শ ফুটেরও বেশি এই পানির স্তর পাওয়ার কারণে প্রোডাকশন টিউবওয়েলের মাধ্যমে প্রতিদিন গড়ে ৯০ হাজার থেকে এক লাখ লিটার পানি সরবরাহ করা যাবে।
এমন আশাবাদ ব্যক্ত করে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এতে সিলেট নগরীর ১, ২, ৩, ১৩, ১৪, ১৫, ১৬ নম্বর ওয়ার্ড তথা ৭টি ওয়ার্ডের বাসিন্দারা উপকৃত হবেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব রিকাবীবাজারে গিয়ে প্রোডাকশন টিউবওয়েলের নির্মাণকাজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম আবজাদ হোসেন।
এ ব্যাপারে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, নগরবাসীর ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে সিটি করপোরেশনের উদ্যোগে নতুনভাবে আরও ৩টি প্রোডাকশন টিউবওয়েল নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়। এরমধ্যে মানিকপীর মাজার সংলগ্ন স্থানে একটি এবং রিকাবীবাজার পয়েন্টে দ্বিতীয়টির নির্মাণকাজ চলছে। শেখঘাটে তৃতীয় প্রোডাকশন টিউবওয়েলের নির্মাণকাজও শুরু হবে শিগগিরই।
তিনি বলেন, ভবিষ্যতের কথা চিন্তা করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের দিকে আমাদের মনোযোগী হতে হবে। এরই ধারাবাহিকতায় লক্ষ্যে কুশিঘাটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পর আরেকটি ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। সিটি করপোরেশনের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মহানগরবাসীর পানির চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর বলেন, মহানগরীতে প্রায় আট কোটি লিটার পানির চাহিদা রয়েছে। কিন্তু সিটি করপোরেশন প্রতিদিন গড়ে সাড়ে তিন কোটি লিটার পানি সরবরাহ করতে সক্ষম, বলেন তিনি।
বাংলাদেশ সময়: ০৫০৬, জানুয়ারি ১৮, ২০১৭
এনইউ/এসএনএস