ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে বাসচাপায় বিএনপি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
শিবচরে বাসচাপায় বিএনপি নেতা নিহত

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় আব্দুস সামাদ মোল্লা (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) ভোর ৬টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি একই উপজেলার মাদবরেরচর এলাকায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মঙ্গলবার রাতে উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়া সময় একটি বাস সামাদ মোল্লাকে ধাক্কা দেয়। এতে গুরতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে বুধবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কার হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসআই/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।