ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে ১৫ লাখ টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
গাজীপুরে আগুনে ১৫ লাখ টাকার ক্ষতি

গাজীপুর: গাজীপুরের চান্দনা এলাকায় বাসাবাড়িতে আগুন লেগে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে এ আ‍গুন লাগে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের প্রধান হুমায়ুন চৌধুরী বাংলানিউজকে জানান, চান্দনা এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আব্দুল বারেকের টিনশেড বাসায় আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভান। আগুনে বাড়ির ২০টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
আরএস/আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।