ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর শেওড়াপাড়ায় রাজউকের উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
রাজধানীর শেওড়াপাড়ায় রাজউকের উচ্ছেদ অভিযান রাজধানীর শেওড়াপাড়ায় রাজউকের উচ্ছেদ অভিযান/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় রাস্তা দখল করে দু’পাশে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউর রহমান এ অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি বলেন, ২০১৫ সালের নভেম্বর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে বুধবার শেওড়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসজেএ/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।