ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ডায়াবেটিসকে জানুন সুস্থ থাকুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
ডায়াবেটিসকে জানুন সুস্থ থাকুন ডায়াবেটিসকে জানুন সুস্থ থাকুন

কেরানীগঞ্জ (ঢাকা): ডায়াবেটিসকে জানুন সুস্থ থাকুন- প্রতিপাদ্যকে সামনে রেখে কেরানীগঞ্জে ডায়াবেটিস ক্লিনিক চালু করেছে বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল বুধবার (১৮ জানুয়ারি) সকালে ডায়াবেটিস ক্লিনিক উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

সকাল সাড়ে ১০টার দিকে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ফিতা কেটে বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াবেটিস ক্লিনিক উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওয়াহিদা হাসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুন্ধরা রিভারভিউ প্রকল্প প্লট মালিক সমিতির সভাপতি হাজী ওসমান গনী।

সভায় ডায়াবেটিস সম্পর্কিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সঞ্জয় কুমার সাহা বলেন, ডায়াবেটিস একটি নিরব ঘাতক। সময়মতো ব্যবস্থা না নিলে এর ফলে অন্ধত্ব, হার্ট অ্যাটাক, পঙ্গুত্ব ও কিডনি রোগের মতো কঠিন রোগ হতে পারে। তবে কিছু কিছু বিষয় মেনে চললে এর থেকে রক্ষা পাওয়া যাবে। যেমন-সুশৃঙ্খল জীবনযাপন, পরিমিত খাদ্য গ্রহণ, নিয়মিত ওষুধ সেবন, রোগ সম্পর্কিত জ্ঞান অর্জন ও নিয়মিত কায়িক শ্রম করা।

এসময় আরো বক্তব্য রাখেন- বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল মোমেন, সহকারী অধ্যাপক (অর্থপেডিক্স) ডা. মো. মালেক মুরাদ, সহযোগী অধ্যাপক (চক্ষু) ডা. রুহুল আমীন, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন) ডা. আতিকুর রহমান, কিউরেটর অ্যানাটমি মো. ডা. মিজানুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শফিকুর রহমান মামুন, হাসপাতালের ব্যবস্থাপক মো. তৈয়বুর রহমান, সহকারী ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান সুমন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা রিভারভিউ প্রকল্প প্লট মালিক সমিতির সভাপতি হাজী ওসমান গনী বলেন, প্রতিদিন সকালে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে হাজার হাজার লোক ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য হাঁটাচলা করেন। আমাদের একটা স্বপ্ন ছিল, আশপাশে যেন একটা ডায়াবেটিস হাসপাতাল হয়। বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের সে স্বপ্ন পূরণ করেছে। রিভারভিউ প্রকল্পের মধ্যেই তারা ডায়াবেটিস ক্লিনিক চালু করেছে।

বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক মো. তৈয়বুর রহমান বলেন, এই হাসপাতালে ২৪ ঘণ্টা সব ধরনের জরুরি সেবা দেওয়া হয়। এখানে রয়েছে মেডিসিন বিভাগ, ইনডোর ও আউটডোর সেবা। এছাড়া সার্জারি বিভাগে স্বল্প খরচে অপারেশনের ব্যবস্থাও রয়েছে এখানে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওয়াহিদা হাসিন বলেন, কেরানীগঞ্জের ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা নিতে হলে শাহবাগ ও জুরাইনসহ বিভিন্ন এলাকায় যেতে হয়। তাদের কথা বিবেচনা করে বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াবেটিস ক্লিনিক চালু করা হলো। এখানে নিবন্ধিত রোগীদের জন্য ডায়াবেটিস চেকআপ ফি’তে ৫০ শতাংশ ছাড়ের পাশাপাশি ফ্রি পুষ্টিবিদ পরামর্শ দেওয়া হবে। ডায়াবেটিস রোগী নিবন্ধন ফি ৩০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।