ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভূমিকম্প পরবর্তী ব্যবস্থায় আড়াইশ কোটি টাকার সরঞ্জাম ক্রয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
ভূমিকম্প পরবর্তী ব্যবস্থায় আড়াইশ কোটি টাকার সরঞ্জাম ক্রয় ভূমিকম্প বিষয়ে সচেতনতা বৃদ্ধি ক্যাম্পেইন

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদ বলেছেন, ভূমিকম্প পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকার প্রায় আড়াইশ কোটি টাকার সরঞ্জাম ক্রয় করেছে। এছাড়াও গত বছর ৬০ কোটি টাকার তাঁবু কেনা হয়েছে। এ বছরও ৬০ কোটি টাকার তাঁবু কেনা হবে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে ফার্মগেটের কেআইবি’তে ভূমিকম্প বিষয়ে সচেতনতা বৃদ্ধি ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে প্রায় দেড়শ বছর হলো বড় ধরনের ভূমিকম্প হয় না।

মাঝে মাঝে ছোট ছোট ঝাঁকুনি দিয়ে যে ভূমিকম্প হয়, তাতে আতঙ্ক সৃষ্টি করে।

রিয়াজ আহমেদ বলেন, ভূমিহীনদের আশ্রয়ের জন্য তাঁবু কেনা হয়েছে। এ বছর আরও কেনা হবে।

তিনি বলেন, ভূমিকম্প পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সংরক্ষণ করা হচ্ছে। সরকারের সঙ্গে স্বেচ্ছাসেবী বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করবে।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
আরটি/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।