ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফুলছড়িতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
ফুলছড়িতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গাঁজা বিক্রির দায়ে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল হালিম টলস্টয় এ দণ্ডাদেশ দেন।

কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ (রসুলপুর) গ্রামের আব্দুল জোব্বার ও একই ইউনিয়নের কঞ্চিপাড়া গ্রামের আব্দুল গফুরের স্ত্রী মনোয়ারা বেগম।

ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) বাবলু বাংলানিউজকে জানান, সকালে উপজেলার বিভিন্নস্থানে মাদক বিরোধী অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়।

এ সময় আব্দুল জোব্বারের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এরপর মনোয়ারা বেগমকে ৬০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ রায় দেন বলেও জানান এসআই।
 
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।