ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিএম কলেজে মাদকবিরোধী আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বিএম কলেজে মাদকবিরোধী আলোচনা সভা বিএম কলেজে মাদকবিরোধী আলোচনা সভা

বরিশাল: মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মের সচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষাঙ্গনে মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ অডিটরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক স.ম ইমানুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান।

বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিএম কলেজের আয়োজনে সেমিনার ও আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।