ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোকসেদ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আট শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বীরগ্রামের মোকসেদ আলীর সঙ্গে প্রতিবেশী নুরুজ্জামানের (৪০) বিরোধ চলছিল। দুপুরে বিবদমান জমির ওপর দিয়ে মোকসেদ আলী পানি নিষ্কাষণের জন্য নালা করতে গেলে নুরুজ্জামান বাধা দেন।

এসময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ের নুরুজ্জামান লোহার রড দিয়ে মোকসেদের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন মোকসেদকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহত মোকসেদের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে নুরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ধামইরহাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই নুরুজ্জামান পলাতক। তার স্ত্রী হাফিজা খাতুনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।