ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শৈত্য প্রবাহ আর ফিরছে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
শৈত্য প্রবাহ আর ফিরছে না কুয়াশা/ ছবি: দীপু মালাকার -বাংলানিউজ

ঢাকা: উত্তুরে বাতাসে শীত বিদায়ের বারতা। সবুজ স্বপনে বনে বনে নব কিশলয় জাগতে বুঝি খুব বেশী দেরী নেই আর। হিমালয় ছুঁয়ে ছুটে এসে টানা ১ সপ্তাহেরও বেশী সময় ধরে হাড় কাঁপাতে থাকা উত্তুরে বাতাসের তেজ এরই মধ্যে কমতে শুরু করেছে।

দু’এক দিনের মধ্যে পাততাড়ি গুটাতে শুরু করবে ডানা মেলে জেঁকে বসে থাকা শীত বুড়ি।    

আন্তর্জাতিক আবহাওয়া সাইটগুলোর দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হচ্ছে, এ মৌসুমে আর দাপ‍ুটে হয়ে উঠতে পারবে না শৈত্য প্রবাহ।

সামনে সপ্তাহ থেকে শুরু করে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করবে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বোচ্চ তাপমাত্রা উঠবে ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ১ ফেব্রুয়‍ারি সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ২৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে।

তবে উত্তুরে বাতাসের গতি বাড়লে কোনো কোনো দিন ভোর রাতে তাপমাত্রা ১৪/১৬ ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে। সাময়িক ভোগাতে পারে মাঝারি থেকে ভারী কুয়াশা।

এছাড়া এ সময়টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ২০ শতাংশ।

শীত কমার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের প্রাদুর্ভাব কমবে বলে আশা করা হচ্ছে। আর শীত কমলে ইতিবাচক প্রভাব পড়বে মৌসুম শেষের সবজি ক্ষেতে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।