ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

অস্ট্রেলিয়ান এডুকেশন ওপেন ডে অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
অস্ট্রেলিয়ান এডুকেশন ওপেন ডে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান এডুকেশন ওপেন ডে-তে আগত দর্শনার্থীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর গুলশানের হোটেল আমেরিতে অনুষ্ঠিত হয়েছে ‘অস্ট্রেলিয়ান এডুকেশন ওপেন ডে-২০১৭’। বুধবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী এ শিক্ষা মেলার আয়োজন করে শিক্ষা বিষয়ক কনসালটেন্সি প্রতিষ্ঠান প্যাক এশিয়া। 

সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে মেলাটি। তারা জানান, অস্ট্রেলিয়ায় পড়ার খরচ অনেক।

তবে অধিকাংশেরই উদ্দেশ্য, সেখানে পড়তে গিয়ে উন্নত এ দেশে স্থায়ীভাবে বসবাস করা।

প্যাক এশিয়া’র মার্কেটিং ম্যানেজার কাজরী কায়েস জানান, এ মেলায় অস্ট্রেলিয়ার সাতটি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বিশেষ করে গ্রাজুয়েশন ও মাস্টার্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।  

বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী বাছাই করে কাগজপত্র পাঠিয়ে দিলেও অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভিসা সাক্ষাতকার উৎরাতে হয় বলেও জানান তিনি। এজন্য আইইএলটিএস সার্টিফিকেট থাকাও আবশ্যক।

তবে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে কতো খরচ, তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘আমার বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী। আমিও আইন পড়তে অস্ট্রেলিয়ায় যেতে চাই’।

‘আমাকে জানানো হয়েছে, প্রতি বছর টিউশন ফি বাবদ ২৮ লাখ টাকা ও থাকা-খাওয়া বাবদ ৬ লাখ টাকা করে লাগবে। সেখানে ঘণ্টাপ্রতি ১ হাজার ২০০ টাকার কাজও করা যাবে। তবে প্রথম বছর ন্যূনতম ৩৫ লাখ টাকা খরচ হবেই’।

তিনি বলেন, ‘আমার মতো এখানে আসা অধিকাংশ শিক্ষার্থীই আসলে সেখানে থাকতে যেতেই চান’।

অন্য এক ব্যবসায়ী বাবা জানান, তার মেয়ে মালয়েশিয়া থেকে গ্রাজুয়েশন করেছেন। গুলশানে একটি ভালো কোম্পানিতে চাকরি করেন। তিনিও তার মেয়েকে শিক্ষা অর্জনের পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের জন্য অস্ট্রেলিয়ায় পাঠাতে চান।  

এ শিক্ষা মেলায় অংশ নেয় অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি, ডিকিন ইউনিভার্সিটি, লা ট্রোব ইউনিভার্সিটি, ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যানেবেরা, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব সিডনি এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।


বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
কেজেড/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।