ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নাসিরনগরের ঘটনায় ইউপি চেয়ারম্যান আঁখি ফের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
নাসিরনগরের ঘটনায় ইউপি চেয়ারম্যান আঁখি ফের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির দ্বিতীয় দফায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন অাদালত।

উপজেলার হরিণবেড় গ্রামে রসরাজ দাসের বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বুধবার (১৮ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর মো. মাহাবুবুর রহমান জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা নাসিরনগর থানার উপপরিদর্শক (এসঅাই) সাধন চৌধুরী দুপুরে আদালতে অাঁখির পাঁচদিনের রিমান্ড অাবেদন করেন।

অাদালত শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর অাগে গত ৮ জানুয়ারি নাসিরনগর সদরে হামলার ঘটনায় করা মামলায় তাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

নাসিরনগরে হামলার সন্দেহভাজন 'মূল হোতা' ইউপি চেয়ারম্যান দেওয়ান অাতিকুর রহমান আঁখিকে ৫ জানুয়ারি রাজধানীর ভাটারা থানা থেকে আটক করা হয়। ৬ জানুয়ারি সাতদিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে সোপর্দ করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এরপর হরিণবেড় গ্রামে রসরাজ দাসের বাড়িঘরে হামলার মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।