ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বাতিলের দাবিতে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বকশীগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বাতিলের দাবিতে সড়ক অবরোধ

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জের চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল কেন্দ্র বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা রৌমারী-ঢাকা সড়ক অবরোধ করে রাখেন তারা।

এসময় তারা ঝাড়ু মিছিল, মানববন্ধন, সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।

বিক্ষোভকারীরা জানান, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ১০১৯ ও খাতেমুন মইন মহিলা কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ২৯০।

এ দুই কলেজে পরীক্ষার্থী সংখ্যা বেশি এবং শহরে অবস্থিত। তা সত্ত্বেও এ দুই কলেজে কেন্দ্র স্থাপন না করে বকশীগঞ্জ সদর উপজেলা শহর থেকে তিন কিলোমিটার দূরে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুলে কেন্দ্র করা হয়েছে। অযৌক্তিকভাবে এখানে কেন্দ্র স্থাপন করায় পরীক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।