ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সোনাতলায় বাড়ির জায়গা নিয়ে মারপিটে নারীসহ আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
সোনাতলায় বাড়ির জায়গা নিয়ে মারপিটে নারীসহ আহত ৮

বগুড়া: বগুড়ার সোনাতলা পৌরশহরের কামারপাড়ায় বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় নারীসহ আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, কামারপাড়ার দুই সহোদর শাহজাহান আলী ও নয়া মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল।

দুপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর ফলে একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে মারপিটে লিপ্ত হয়। এতে শাহজাহান আলী (৫৩) ,  তার স্ত্রী শাহিদা বেগম (৪৪), ছেলে সুজন (২৫) ও তার বিধবা বোন হামিদা বেওয়া (৬০), নয়া মিয়া (৬৫), তার ছেলে হাফিজার (৩০), ফারুক (২৩) ও কন্যা রেজিয়া বেগম (৩০) আহত হন।
 
সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মিনার আলী বাংলানিউজকে জানান, এ ধরনের খবর শুনেছি। তবে কোন পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমবিএইচ/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।