ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ডিবি’র সাথে বন্ধুকযুদ্ধে নিহত-১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
কুষ্টিয়ায় ডিবি’র সাথে বন্ধুকযুদ্ধে নিহত-১

কুষ্টিয়া: গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ আমিরুল ইসলাম আমির (৪২) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত আমির চরমপন্থি সন্ত্রাসী সিরাজ বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড।

বুধবার ( ১৮ জানুয়ারি) দিবাগত রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এ বন্ধুকযুদ্ধ হয়।

কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম জানান, সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে ডাকাতদল রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিয়েছে এমন গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি টিম সেখানে যায়।

ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট ধরে উভয়পক্ষের মধ্যে বন্ধুকযুদ্ধ হয়।

এরপর পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সেখানে চরমপন্থি সন্ত্রাসী সিরাজ বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড আমিরুল ইসলাম আমিরের (৪২) গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে বলেও জানান ওসি।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্ধুক, গুলি, গুলির খোসা, ধারালো অস্ত্র, গাছকাটা করাত উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।