ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লস এঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
লস এঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জ: আমেরিকার লস এঞ্জেলেসে দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান রাসেল নামে বাংলাদেশি এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানিনগর গ্রামের মো. রফিক মাস্টারের ছেলে।

প্রবাসীদের বরাত দিয়ে নিহত মিজানুর রহমানের বাবা রফিক জানান, রাসেল স্টুডেন্ট ভিসায় আড়াই বছর আগে আমেরিকা যায়। লস এঞ্জেলেসে সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতো।

পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতো।

দায়িত্বরত অবস্থায় মঙ্গলবার (১৭ জানুয়ার) স্থানীয় সময় ভোর চারটার দিকে সন্ত্রাসীদের গুলিতে সে মারা যায়। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করোনার কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

লস এঞ্জেলেসে কর্মরত কয়েকজন বাংলাদেশি ফোনে নিহতের বাবাকে জানান, স্থানীয় কমিউনিটির নেতারা বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে মিজানুরের মরদেহ দেশে পাঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া মিজানুরের মৃত্যুতে কমিউনিটির নেতারা গভীর শোক প্রকাশ করছেন।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।