ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মামলার তারিখ না থাকলেও নাজমুলকে আদালতে হাজির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৯, জানুয়ারি ১৯, ২০১৭
মামলার তারিখ না থাকলেও নাজমুলকে আদালতে হাজির

ঢাকা: সাংবাদিক নাজমুল হুদাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কোনো মামলার দিন ধার্য না থাকলেও তাকে কেরানীগঞ্জের কারাগার থেকে বুধবার (১৮ জানুয়ারি) আদালতে হাজির করা হয়। 

আর বিষয়টিকে ‘ভুলবশত’ আখ্যা দিয়ে ঢাকা জেলা পুলিশের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাংবাদিক নাজমুলকে ভুলবশত আদালতে পাঠানো হয়েছে।  

নাজমুল হুদার আইনজীবী আবদুল্লাহ আল মুনসুর রিপন ও তুহিন হাওলাদার জানান, তার বিরুদ্ধে আশুলিয়া থানায় গত বছর দায়ের করা প্যান্ট চুরিসহ ছয়টি মামলা রয়েছে।

তবে ওই মামলাগুলোর একটিতেও হাজিরার দিন ধার্য ছিল না। কোনো রিমান্ড শুনানির জন্যও দিন ধার্য ছিল না।  

কারাগারে বুধবার দুপুরের খাবার খাওয়ার সময় পুলিশ হঠাৎ তড়িঘড়ি করে সাংবাদিক নাজমুলকে ডেকে আদালতে নিয়ে আসে।  

এ সময় নাজমুল হুদা আইনজীবীদের কাছে অভিযোগ করে বলেন, কারাগারে থাকা তার জামা, প্যান্ট, কম্বল, জুতাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে গেছে। এছাড়া রিমান্ডে নির্যাতনের কারণে ডান কানে গুরুতর জখম হয়ে যন্ত্রণা করছে।  

এদিকে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিকদের ওপর হয়রানি-নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।  

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।