ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘পুনর্বাসন ও নীতিমালা ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
‘পুনর্বাসন ও নীতিমালা ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না’ চলছে হকার্স জোটের বিক্ষোভ সমাবেশ। ছবি: আনোয়ার হোসেন রানা

ঢাকা: পুনবার্সন ও জাতীয় নীতিমালা প্রণয়ন না করে কোনো হকারকে উচ্ছেদ না করার দাবি জানিয়েছে জাতীয় সম্মিলিত হকার্স জোট।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জোটের নেতারা এ দাবি তোলেন। সকাল সাড়ে ১১টা থেকে বিক্ষোভটি চলছে।

চলছে হকার্স জোটের বিক্ষোভ সমাবেশ।  ছবি: আনোয়ার হোসেন রানাএতে উপস্থিত রয়েছেন ক্ষমতাসীন জোটের অংশীদার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার, জাসদের সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত প্রমুখ।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে বিক্ষোভ চলতে থাকায় ওই এলাকাকে ঘিরে যানজটের সৃষ্টি হয়েছে। জিরো পয়েন্ট, পল্টন থেকে হাইকোর্ট মোড়, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ পর্যন্ত যানজট লেগে গেছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এসজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।