ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাজমুল হুদার মুক্তির দাবিতে মানববন্ধন ‍

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
সাংবাদিক নাজমুল হুদার মুক্তির দাবিতে মানববন্ধন ‍ সাংবাদিক নাজমুল হুদার মুক্তির দাবিতে মানববন্ধন, ছবি রানা

ঢাকা: সাংবাদিক নাজম‍ুল হুদার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন সাংবাদিক ইউনিটি।

মানববন্ধনে সাংবাদিক নেতা শাবান মাহমুদ বলেন, নাজমুল হুদাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে সাংবাদিক সমাজ সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

বৃহস্পতিবার(১৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নাজমুল হুদার নিঃশর্ত মুক্তিসহ সকল সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

শাবান মাহমুদ বলেন, সাংবাদিক সমাজ কখনো অপরাধীদের পক্ষে নয়। অপরাধ ছাড়া কোনো সাংবাদিককে যদি মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হয় তাহলে সেটা সাংবাদিক সমাজ মেনে নেবে না। এছাড়া আগামী ১১ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যাকাণ্ডের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হবে। কিন্তু দুঃখের বিষয় পাঁচটি বছর অতিবাহিত হলেও সরকার এখনো প্রকৃত খুনিদের ধরতে পারেনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শাবান মাহমুদ বলেন, আপনি গণমাধ্যমকর্মীদের বন্ধু। তাই নাজমুল হুদার প্রকৃত ঘটনা বের করতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করুন। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল হুদাকে নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে করা ২১টি মামলা প্রত্যাহার না করা হলে সারাদেশসহ বাংলাদেশ প্রতিদিনের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার সাংবাদিক সমাজ মানববন্ধন করবে।

এছাড়া তথ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের অভিভাবক আপনি। কোনো গণমাধ্যমকর্মীকে কোনো অপরাধ ছাড়া হেয় করলে আপনি বসে থাকতে পারেন না। তাই নাজমুল হুদার মুক্তির জন্য আপনারও হস্তক্ষেপ প্রয়োজন।
 
মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক বলেন,আমরা কি কল্যাণ রাষ্ট্রে বসবাস করছি নাকি পুলিশি রাষ্ট্রে বসবাস করছি। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন কোনো অন্যায় রাষ্ট্র বানাতে নয়। একটি সুখী সম্বৃদ্ধশালী বাংলাদেশ গড়তে। কিন্তু প্রশাসনের মুষ্টিমেয় কিছু সদস্যদের জন্য আজ সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। মনে রাখবেন, কোনো সন্ত্রাসী কিংবা ক্যাডারের বিরুদ্ধে ২১টি মামলা হয় না। সবচেয়ে বড় কথা নাজমুল হুদার বিরুদ্ধে তেল চুরির মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রকৃত রহস্য বের করতে হবে এবং সাভার থানার ওসি’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সরকারকে নিতে হবে। এছাড়া আইসিটি আইনের ৫৭ ধারাও বাতিলের প্রস্তাব রাখেন তিনি। দেশে কোনো সাংবাদিক নির্যাতন সহ্য করা হবে না।

ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, সারাদেশে আজ সাংবাদিক নির্যাতন হচ্ছে। অন্যদিকে সাংবাদিকরা যখন অন্যায়ের চিত্র জনসম্মুখে তুলে ধরতে যান তখন তারা নিজেই সংবাদের শিরোনাম হচ্ছেন। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফলে গণমাধ্যমে আজ ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থার অবসান হওয়া জরুরি।

এছাড়া সাংবাদিকদের অত্যাচার করা হবে আর আমরা ঘরে বসে থাকবো সেটা হবে না। সবাইকে হাতে হাত রেখে রাজপথে নামতে হবে। অবিলম্বে নাজমুল হুদাকে মুক্তি না দিলে সামনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি সরকারকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক মাহমুদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরসালীন নোমানীসহ প্রমুখ।

সাভারের আশুলিয়ায় তৈরি পোশাকশিল্পে অরাজক পরিস্থিতি তৈরিতে সহায়তা এবং শ্রমিকদের উস্কানি দেয়ার অভিযোগে গত বছরের শুক্রবার (২৩ ডিসেম্বর০ দিবাগত রাতে নাজমুল হুদাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯,২০১৭
এসজে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।