ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
বেনাপোলে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ২০ হাজার টাকা জরিমানা

বেনাপোল(যশোর): বন্দরনগরী বেনাপোল চেকপোস্টে অবস্থিত একটি দোকানে মেয়াদোত্তীর্ণ  পণ্য বিক্রয়ের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে  চেকপোস্টে জামাই পান ভান্ডার নামের একটি দোকানে  অভিযান চালিয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস ছালাম  এ জরিমানা করেন।

পুলিশ ও স্থানীয়রা  জানায়, ইউএনও’র কাছে খবর আসে বেনাপোল চেকপোস্টে অবস্থিত আজগার হোসেনের জামাই পান ভান্ডারে মেয়াদোত্তীর্ণ  পণ্য বিক্রয় করা হয়।

পরে তিনি পুলিশের সহযোগিতায় ওই দোকানে অভিযান চালিয়ে ব্যবহার অনুপযোগী বিভিন্ন প্রকারের পণ্য খুঁজে পান। এসময় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক(এসআই) ফিরোজ উদ্দিন বিষয়টি  বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘন্টা,১৯ জানুয়ারি ২০১৭
এজেডএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।