ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকার কেমিকেল গোডাউন স্থানান্তর শুরু ১ মার্চ

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
পুরান ঢাকার কেমিকেল গোডাউন স্থানান্তর শুরু ১ মার্চ ঢাবি সিনেট ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে বক্তব্য রাখেন সাঈদ খোকন

ঢাকা বিশ্ববিদ্যালয়: পহেলা মার্চ থেকে পুরান ঢাকার কেমিকেল গোডাউনগুলো স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর যৌথভাবে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে।



সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সিদ্ধান্ত নিয়েছে আগামী পহেলা মার্চ থেকে পুরান ঢাকার কেমিকেল গোডাউনগুলো স্থানান্তর করা হবে। এতে সহযোগিতা করবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, পুলিশ ও র‌্যাব।

আমরা ফুটপাত জনগণকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে মতিঝিল, গুলিস্তান এলাকার ফুটপাতগুলো দখলমুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।