ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে বিআইএএ নেতৃবৃন্দের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে বিআইএএ নেতৃবৃন্দের শ্রদ্ধা বঙ্গবন্ধুর মাজারে বিআইএএ নেতৃবৃন্দের শ্রদ্ধা-ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: বাংলাদেশ ইনডেনটিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিআইএএ)-এর নব-নির্বাচিত নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে সংগঠনের প্রেসিডেন্ট মুহাম্মদ আইউবের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল জাতির পিতার সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নেতৃবৃন্দ ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের সদস্য সচিব পংকজ চন্দ্র দাস, পরিচালক বাহাদুর ব্যাপারী, আব্দুস সালাম, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, এস এম সেলিম রেজা, মো. নুরজ্জামান, মো. মনির হোসেন, এ কে এম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।