ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
রূপগঞ্জে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৬৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পুর্বগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের আজাহারের ছেলে আরিফ (২০) ও খলিল মিয়ার ছেলে মাসুম খাঁন (২৪)।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুল আলম বাংলানিউজকে জানান, দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুর্বগ্রাম এলাকায় অভিযান চালায়।

এ সময় ৩৬৪ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আরিফ ও মাসুম খাঁনকে আটক করে পুলিশ।

এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের নারায়নগঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।