ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় মহিলা কলেজে সন্ত্রাসী হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
তারাকান্দায় মহিলা কলেজে সন্ত্রাসী হামলা তারাকান্দায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে হামলা, ভাঙচুর/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে হামলা, ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে তারা এ তাণ্ডব চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানায়, স্থানীয় একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে আকস্মিকভাবে কলেজের প্রিন্সিপালের কক্ষ ও একটি শ্রেণিকক্ষ ভাঙচুর করে। এ সময় বাইরে থাকা একটি মোটরসাইকেলেও ভাঙচুর চালায় তারা।

এ বিষয়ে কলেজের প্রিন্সিপাল হোসেন আলী চৌধুরী বাংলানিউজকে জানান, শিক্ষক, স্টাফসহ তিনি ঢাকা অবস্থান করছেন। স্থানীয় সন্ত্রাসীরা কলেজটিতে ভাঙচুর চালিয়েছে। এ ঘটনা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে।

জানতে চাইলে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক বাংলানিউজকে জানান, কলেজের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলেও সন্ত্রাসীদের নাম কেউ বলছে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমএএএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।