ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ভোক্তা অধিকার আইনে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
কুড়িগ্রামে ভোক্তা অধিকার আইনে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ প্রতিষ্ঠানকে আট হাজার ট‍াকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে বাজার মনিটরিংকালে অংশ নেয় সেনিটারি ইন্সপেক্টর জহুরুল ইসলামসহ পুলিশের একটি দল।

কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী বাংলানিউজকে জানান, মূল্য তালিকা প্রকাশ না করায় কুড়িগ্রাম শহরের বাসস্ট্যান্ড এলাকায় হোটেল নিরিবিলিকে এক হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় দীতি হোটেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় ভাই ভাই বেকারিকে এক হাজার টাকা, খোলা বিস্কুট বিক্রি করায় আল আমিন ট্রেডার্সকে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় পৌর বাজারের পালস ওষ‍ুধের দোকানকে তিন হাজার টাকাসহ মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।