ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
গাজীপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শহিদুল্লাহ (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সিটি করপোরেশনের বোর্ডবাজার হাজীর পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী বাংলানিউজকে জানান, নির্মাণাধীন সাত তলা ভবনে কাজ করার সময় শহিদুল্লাহ নিচে পড়ে যান।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরএস/এসাআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।