ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ‘সম্ভবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
মুন্সীগঞ্জে ‘সম্ভবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা মুন্সীগঞ্জে ‘সম্ভবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা-ছবি: বাংলানিউজ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সনাকের উদ্যোগে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন: সম্ভবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

মুন্সীগঞ্জ সনাকের সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সনাকের সাবেক সভাপতি খালেদা খানম সভার আয়োজন কমিটির আহ্বায়ক শাহজাহান গাজী, সনাকের সহ সভাপতি তানভীর হাসান ও সনাক সদস্য শহীদ-ই-হাসান তুহিন প্রমুখ।

সভায় বক্তরা দুর্নীতির বিভিন্ন উদাহরণ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।

পুলিশ, স্থানীয় প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি সেক্টরের দুর্নীতির কথা শুনে জেলার প্রশাসনিক কর্মকর্তারা তা সমাধানের আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।