ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ৬ জনের কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
সৈয়দপুরে ৬ জনের কারাদণ্ড

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাদক সেবনের দায়ে এক জনকে এক মাসের ও জুয়া খেলার দায়ে পাঁচজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে- মাদক সেবনের দায়ে শহরের ইসলামবাগ এলাকার মুর্তজা ইসলামের ছেলে সোহেল রানাকে (২২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এছাড়া জুয়া খেলায় শহরের উপকন্ঠের ঢেলাপীর এলাকার আবু সায়েম (৪৫), বোতলাগাড়ির ফজলুল হক (৪৪), হাতিখানার আবু বক্করের ছেলে রাজু (২৫), হাওয়ালদারপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে বাদল (২৬) ও একই এলাকার কফুর উদ্দিনের ছেলে খলিলুর রহমানকে (২০) ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।