ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
বরিশালে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট চলছে বরিশালে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট চলছে

বরিশাল: ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে পণ্যবাহ‍ী ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান, পিকআপ বন্ধ রয়েছে। সেমাবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ধর্মঘটের পক্ষে কর ভবনের সামনে মিছিল করেছে বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন।

মিছিল চলাকালে বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমান আলী শরীফ বাবুল জানান, এ ধর্মঘট শুধু বরিশালের নয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় একযোগে ১২ দফা দাবি আদায়ে লক্ষ্যে এ ধর্মঘট চলছে।

বরিশালে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট চলছে

দাবিগুলোর মধ্যে- ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক সংক্রান্ত অপসারণ সিদ্ধান্ত বাতিল, সিটি করপোরেশন পৌরসভার নামে চাঁদাবাজি, ফেরিঘাটে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, পুলিশী হয়রানী, ব্রিজে অতিরিক্ত টোল আদায় বন্ধসহ ১২ দফা দাবি।

বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মো. মাসুম জানান, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দাবিগুলোর বিষয়ে আশ্বাস পেলেই ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ধর্মঘটের কারণে বরিশালে সকাল থেকে তেমন কোনো পণ্যবাহী ট্রাক আসেনি, পাশাপাশি মালামাল আনা-নেওয়ার সকল কার্যক্রম স্থগিত থাকায় বিপাকে পড়েছে ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।