ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় ট্রাকচাপায় মো. আব্দুল করিম (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। করিম কালিহাতি উপজেলার হালদিয়া গ্রামের আজগর আলীর ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন মাস্টার কফিল উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে আব্দুল করিম মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় উত্তরবঙ্গগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই করিমের মৃত্যু হয়।

এ সময় মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে আটকে গেলে তেলের ট্যাংকি বিস্ফোরণ হয়ে ট্রাকে আগুন ধরে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।