ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নদী রক্ষার দাবিতে নেত্রকোনায় মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
নদী রক্ষার দাবিতে নেত্রকোনায় মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া মগরা নদীসহ অন্যান্য নদী দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমানের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অন‍ুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মো. আলাউদ্দিন।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরও ছিলেন- প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও জেলা নদী রক্ষা কমিটির সদস্যবৃন্দ।

সভায় মগরা নদীকে দ্রুত দখলমুক্ত, নদীর দু’পাড়ে ওয়াক ওয়ে নির্মাণসহ নদীকে নান্দনিকভাবে গড়ে তোলার দাবি জানানো হয়।

এদিকে প্রধান অতিথি বলেন, ‘নদী রক্ষায় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিক। ’

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।