ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কোন মানুষ খোলা আকাশের নিচে থাকবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
কোন মানুষ খোলা আকাশের নিচে থাকবে না ঘর বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দিপু মনি

চাঁদপুর: চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের কোন মানুষ ঘর ছাড়া থাকবে না। সবার মাথার ওপর ছায়া দেওয়ার ব্যবস্থা করবেন তিনি।

সেই আলোকে চাঁদপুরের নদী ভাঙনের শিকার ও ছিন্নমূল পরিবারের লোকদের পর্যায়ক্রমে আশ্রয়ন প্রকল্প তৈরি করে ঘর দেওয়া হচ্ছে।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মেঘান আশ্রয়ন প্রকল্পে ভূমিহীনদের মাঝে ঘর বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ভূমিহীনদের শুধু ঘর দিচ্ছেন না। তিনি এসব পরিবারকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করছেন। পরে তাদের অর্থ সহায়তাও করা হবে।

তিনি উপস্থিত নারীদের উদ্দেশে বলেন, আপনারা মেয়েদের বাল্যবিয়ে দিবেন না। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কেউ যাতে ইসলামের নাম করে জঙ্গিবাদ সৃষ্টি করতে না পারে সেদিকেও সতর্ক থাকবেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খান।

অনুষ্ঠানে মেঘনা আশ্রয়ন প্রকল্পে-৮০ ও মেঘনাপাড় আশ্রয়ন প্রকল্পের ১৪০টি ঘরের কাগজপত্র ভূমিহীনদের হাতে তুলে দেন ডা. দীপু মনি এমপি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।