ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
ধুনটে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ    ধুনটে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে ক্রিয়েটিভ স্ট্যাডি পয়েন্টের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় ধুনট পৌর এলাকার অফিসার পাড়ায় ক্রিয়েটিভ স্ট্যাডি পয়েন্ট চত্বরে বিদায়ী শিক্ষার্থীদের আয়োজনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ধুনট উপজেলার বাঁশপাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা সুলতানা।

ক্রিয়েটিভ স্ট্যাডি পয়েন্টের পরিচালক আবু নাসের রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বাঁশপাতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোমিনুল হোসেন, অবিভাবক ইয়াহিয়া খান, ব্যবসায়ী আব্দুল মান্নান, বিদায়ী শিক্ষার্থী সাকিব হাসান, রিফা খাতুন ও মীম আকতার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।