ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
সাদুল্যাপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত ৪

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিরোধপূর্ণ জমিতে ধানের চারা লাগানোকে কেন্দ্র করে হামলায় স্বামী-স্ত্রীসহ চারজন আহত হয়েছেন। এ সময় একটি বসতবাড়ি ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনাও ঘটে।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফুল মিয়া (৪৮) তার ছোট ভাই রবিউল ইসলাম (৩২) রবিউলের স্ত্রী শাহানা বেগম (২৮) ও চাচাতো ভাই শাহাজাহান মিয়া (২৮)।

তাদের উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত রবিউল ইসলাম বাদী হয়ে ১০ জনকে আসামি করে সাদুল্যাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার পূর্ব দামোদরপুর গ্রামের মৃত ভোলার ছেলে জেলাল ও আইবন্নবীর সঙ্গে প্রতিবেশী মৃত আহাম্মদ আলীর ছেলে ফুল মিয়া ও রবিউলের ১.০৬ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে জেলাল ও আইবন্নবী লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধানের চারা লাগাতে যায়।

এসময় ফুল মিয়া ও রবিউল বাড়ির লোকজন নিয়ে তাদের বাধা দিলে এ হামলার ঘটনা ঘটে। এসময় তাদের অস্ত্রের আঘাতে ফুল মিয়া, রবিউল তার স্ত্রী শাহানা ও চাচাতো ভাই শাহজাহান আহত হয়। এরপর প্রতিপক্ষের লোকজন রবিউলের চাচাতো ভাই শাহিন মিয়ার বসতবাড়িতে ঢুকে ঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।