ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জন্মদিনে শিক্ষাসামগ্রী বিতরণ করলেন না’গঞ্জে কাউন্সিলর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
জন্মদিনে শিক্ষাসামগ্রী বিতরণ করলেন না’গঞ্জে কাউন্সিলর শিক্ষাসামগ্রী বিতরণ করলেন না’গঞ্জে কাউন্সিলর/ ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছেন।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে মাসদাইর ও গলাচিপায় দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচশ’ শিক্ষার্থীর হাতে পেন্সিল, খাতা, ক্লিপ বোর্ড তুলে দেন। এছাড়া স্কুলের সব শ্রেণিকক্ষে ময়লা ফেলার জন্য তিনি ঝুড়ি বিতরণ করেন।

খোরশেদ বলেন, আজ আমার জন্মদিন। আজকের বিশেষ দিনে আগামী দিনের জন্য ১৩ নম্বর ওয়ার্ডকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে আমি সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।